
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ২০২৫-২৬ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খন্দকার আবুসাঈম এবং সাধারণ সম্পাদক হিসেবে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনিক কুমার মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) সংগঠনটির সাবেক সভাপতি রনি সাহা ও সাধারণ সম্পাদক রিয়াজ হাসান রবিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো. রেজাউল হাসান রবিন (অ্যাডমিনিস্ট্রেশন), ত্বকী ওয়াসিফ (অপারেশনস), ইমরান হাসিব (লজিস্টিকস), রাজিয়া সুলতানা হৃদি (কমিউনিকেশন) ও মো. জুয়েল রানা (মিডিয়া সাপোর্ট)।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, এস. এম. সাজ্জাদ হোসেন সৈকত ও আহমেদ মাসুম রেজা। সাংগঠনিক সম্পাদক তুষার মালাকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলপনা আহমেদ।
অফিস সেক্রেটারি মেজবাহুল হক রাব্বি, ডেপুটি অফিস সেক্রেটারি খাইরুন নাহার বুশরা, কোষাধ্যক্ষ মো. তুহিন হোসেন, ডেপুটি কোষাধ্যক্ষ আলী আজম মো. আবরার, এইচআর ডিরেক্টর আকিব আল আহাদ, ডেপুটি এইচআর ডিরেক্টর উম্মে আয়মান মূমূ, আইটি অ্যান্ড ডিজাইন ডিরেক্টর সাকিব মাহমুদ ফয়সাল, ডেপুটি আইটি অ্যান্ড ডিজাইন ডিরেক্টর আতিফ মো. রাহিদ, প্রেস অ্যান্ড মিডিয়া ডিরেক্টর মানিক হোসেন আকন্দ, ডেপুটি প্রেস অ্যান্ড মিডিয়া ডিরেক্টর মো. আহসান হাবিব, ইভেন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর সাহারা আক্তার সিথি, ডেপুটি ইভেন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর মো. ফেরদাউস হাসান ও মো. আজমাইল ইসলাম, ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর ইনামুল হক, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিরেক্টর আহসান হাবিব, ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন ডিরেক্টর তাহমিদ শাহরিয়ার, ডেপুটি ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন ডিরেক্টর মো. তৌফিক ওমর, পাবলিক রিলেশনস ডিরেক্টর ফাহাদ হোসেন, ডেপুটি পাবলিক রিলেশনস ডিরেক্টর আবদুল্লাহ আল নোমান, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর রাসেল আহমেদ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর লাবিবা, কনটেন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর ফাতেমা-তুজ-জোহারা এবং ডেপুটি কনটেন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর সুমি আক্তার।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি খন্দকার আবু সাঈম বলেন, “আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সকল সদস্য, উপদেষ্টা এবং শুভানুধ্যায়ী যারা আমাকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ দিয়েছেন। এই ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা, দক্ষতা উন্নয়ন এবং আত্ম-উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের মূল মটো ‘First Deserve, Then Desire’—এই নীতিকে সামনে রেখেই আমরা বিশ্বাস করি, যোগ্যতা অর্জনই সাফল্যের মূল চাবিকাঠি। আমি এই বিশ্বাসকে বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।
প্রেসিডেন্ট হিসেবে, আমার লক্ষ্য থাকবে ক্লাবের প্রতিটি সদস্যকে প্রফেশনাল দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলা, যাতে তারা বিশ্ববিদ্যালয় জীবন শেষে আত্মবিশ্বাসের সঙ্গে কর্পোরেট কিংবা সরকারি-বেসরকারি যেকোনো পেশাগত জীবনে প্রবেশ করতে পারে।
ইনশাআল্লাহ, আমরা সামনে আরও কর্মশালা, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, এবং ইন্ডাস্ট্রি কানেকশন তৈরির মতো কার্যক্রম বাস্তবায়ন করব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: