
ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক ও সিনিয়র রোভার মেট খন্দকার আবু সাঈম এবারের হজ্ব ক্যাম্প-২০২৫ এ সেবাদানে অংশগ্রহনের সুযোগ পেয়েছেন।
আগামী ১৯ থেকে ২৫ মে পর্যন্ত ঢাকার আশকোনায় অনুষ্ঠিতব্য এই হজ্ব ক্যাম্পে তিনি দায়িত্ব পালন করবেন।দীর্ঘ দশ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের হয়ে হজ্ব ক্যাম্পে দায়িত্ব পেয়েছেন তিনি।
এ বিষয়ের খন্দকার আবু সাঈম বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে হজ্ব ক্যাম্প-২০২৫-এ সেবাদানে অংশ নিতে পারা আমার জন্য এক অনন্য গর্ব ও আত্মতৃপ্তির বিষয়। আল্লাহর মেহমানদের সেবা করার এই সুযোগ আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। এছাড়াও রোভার স্কাউট হিসেবে দেশের সেবায় কাজ করা আমাদের মূল উদ্দেশ্য। হজ্ব ক্যাম্পে কাজ করার মাধ্যমে আমি সেই দায়িত্বের বাস্তব প্রয়োগ দেখতে পাচ্ছি। এটি আমার ব্যক্তিজীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করি। আমি সকলের নিকট দোয়া চাই যেন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি৷'
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: