
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি'র আয়োজনে আন্তঃব্লক প্রীতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেল সোয় ৫ টায় সাদ্দাম হোসেন হলে এ বিতর্কের আয়োজন করা হয়।
ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. নাহিদুর ইসলামের সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ,
ডিবেটিং সোসাইটির সভাপতি মো. দিদারুল ইসলাম এবং ইবি সমন্বয় এস এম সুইট।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল ডিবেটিং সোসাইটির প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডিবেটিং সোসাইটির সভাপতি মো. দিদারুল ইসলাম বলেন, "বিতর্ক একটি শিল্প, এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে যারা কাজ করে যাচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সমৃদ্ধি কামনা করছি।"
এসময় প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ বলেন, আজকের বিতর্কের টপিক টা সুন্দর ছিল। দুটি দলই চমৎকার ভাবে তাদের যুক্তি গুলো তুলে ধরেছে। তাদের উপস্থাপন গুলো অসাধারণ ছিল।
উল্লেখ্য, প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও অতিথিদের সম্মাননা স্মারকের মাধ্যমে বরণ করে নেয়া হয়। এসময় বিদায়ী সভাপতিকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: