odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th October 2025, ২৯th October ২০২৫

গাজায় ইসরাইলি হামলা বন্ধের আহ্বান ইতালির

odhikarpatra | প্রকাশিত: ২৮ May ২০২৫ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৮ May ২০২৫ ২৩:৫২

গাজায় ইসরাইলি হামলা বন্ধের পুনঃআহ্বান জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিওন তাজানি। একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদ ‘গ্রহণযোগ্য বিকল্প নয় এবং কখনো হবেও না’।

রোম থেকে এএফপি জানায়, বুধবার অ্যান্তোনিওন তাজানি ইতালির পার্লামেন্টে এ কথা বলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার কথা উল্লেখ করে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভয়াবহ ও অর্থহীন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইসরাইলি সরকারের বৈধ প্রতিক্রিয়া দুর্ভাগ্যবশত অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য রূপ ধারণ করেছে। আমরা ইসরাইলকে অবিলম্বে এ হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

ইসরাইলের উদ্দেশে তিনি বলেন, বোমা হামলা বন্ধ করতে হবে, যত দ্রুত সম্ভব  গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা পুনরুদ্ধার করতে হবে।

তিনি হামাসকে অবিলম্বে তাদের হাতে জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই জিম্মিদের বাড়ি ফিরে যাওয়ার অধিকার রয়েছে।’

তাজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনা এবং সেখানে বসবাসকারী ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি আজ এই কক্ষে অত্যন্ত স্পষ্টতার সঙ্গে পুনরায় বলতে চাই,  গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কার কখনই গ্রহণযোগ্য বিকল্প নয় এবং হবেও না।’

তাজানি আরো বলেন, এই কারণেই আমরা গাজা উপত্যকার পুনরুদ্ধার ও পুনর্গঠনে মিশরের নেতৃত্বে আরব পরিকল্পনাকে আন্তরিকভাবে সমর্থন করি, যা জোরপূর্বক বাস্তুচ্যুতির কোনও অনুমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।



আপনার মূল্যবান মতামত দিন: