odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫

ইরান আক্রমণ করলে মার্কিন সামরিক বাহিনীর ‘পূর্ণ শক্তি’র সম্মুখীন হবে : ট্রাম্প

odhikarpatra | প্রকাশিত: ১৫ June ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৫ June ২০২৫ ২৩:৫৭

ডোনাল্ড ট্রাম্প রোববার ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণ করে, তাহলে তারা মার্কিন সশস্ত্র বাহিনীর ‘পূর্ণ শক্তি’র সম্মুখীন হবে। 


তিনি তেহরানের পারমাণবিক ও গোয়েন্দা স্থাপনায় ইসরাইলের হামলার সঙ্গে ওয়াশিংটনের ‘কোনও সম্পর্ক নেই’ বলে পুনর্ব্যক্ত করেছেন। 

ওয়াশিংটন থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ‘আজ রাতে ইরানের ওপর হামলার সঙ্গে আমেরিকার কোনো সংশ্লিষ্টতা নেই। যদি ইরান আমাদের ওপর কোনো ধরনের আক্রমণ করে, তাহলে মার্কিন সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি আপনাদের ওপর এমনভাবে নেমে আসবে, যা আগে কখনও দেখা যায়নি।’

তিনি আরো বলেন, ‘আমরা সহজেই ইরান ও ইসরাইলের মধ্যে একটি চুক্তি সম্পন্ন করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।’



আপনার মূল্যবান মতামত দিন: