
হাজারীবাগের সব ট্যানারি অবিলম্বে বন্ধ করে সেগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করে দেবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার এক আবেদনের প্রেক্ষাপটে আদালত এই আদেশ দেয়।
এই নির্দেশনা বাস্তবায়নের জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশ দেয়া হয়েছে।
এ কাজে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশ মহাপরিদর্শক ও ঢাকার পুলিশ কমিশনারকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকে সহযোগিতা করতে নির্দেশ দেয়া হয়েছে ।
হাজারীবাগ থেকে ট্যানারিগুলোকে সরিয়ে নেবার জন্য সরকার ২০১৬ সালের ৩১শে মার্চের মধ্যে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ট্যানারি মালিকদের।
কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি সরকার।
আপনার মূল্যবান মতামত দিন: