ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫
ডিএমপির ওয়ারী বিভাগের তৎপরতায়

মোটরসাইকেল আরোহীর হারানো ১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার ও হস্তান্তর

odhikarpatra | প্রকাশিত: ১৯ June ২০২৫ ১৬:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১৯ June ২০২৫ ১৬:৩৪

যাত্রাবাড়ীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের কার্যকরী পদক্ষেপ ও তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে মোটরসাইকেল আরোহীর হারিয়ে যাওয়া এক লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে মোঃ আবুল হোসেন খান (৪৫) নামে এক ব্যক্তি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের উদ্দেশে রওনা দেন। তার কাছে ছিল এক লাখ ৬৫ হাজার টাকা। মোহাম্মদপুরে পৌঁছে তিনি ভুলবশত টাকার ব্যাগটি মোটরসাইকেলে রেখেই চলে যান। এরপর মোটরসাইকেল চালক টাকাসহ এলাকা ত্যাগ করেন।

টাকা হারানোর ঘটনায় আবুল হোসেন ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ)-এর নির্দেশনায় যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই হাসান বশির এর নেতৃত্বে এএসআই মহিউদ্দিন ও এএসআই মাহবুল আলমের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। তারা সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মোটরসাইকেল চালককে সনাক্ত করেন এবং হারানো সমুদয় টাকা উদ্ধার করেন।

পরবর্তীতে হারানো টাকা প্রকৃত মালিক মোঃ আবুল হোসেন খানের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আবুল হোসেন পুলিশের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও পুলিশের এই তাৎক্ষণিক ও দায়িত্বশীল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: