odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

গুচ্ছ ভর্তিতে অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

odhikarpatra | প্রকাশিত: ২৪ June ২০২৫ ১৮:৫০

odhikarpatra
প্রকাশিত: ২৪ June ২০২৫ ১৮:৫০

ইবি প্রতিনিধি:

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ জুন) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে 'কাদের স্বার্থ রক্ষায় এখনো কোটা?', 'প্রশাসন তুমি কার?', 'প্রশাসন কি আবারও রক্ত দেখতে চাই?', 'কোটা বিলুপ্তিতে আবারও রক্ত দিবো?', 'কোটার জন্য আন্দোলন করে আবারও কোটা কেন?' ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট ও সহ সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।


এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহসমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল বলেন,"বিগত স্বৈরাচার সরকার কোটা সংস্কার করতে ব্যর্থ হয় এবং কোটা সংস্কারের তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়, কিন্তু সেই কোটা এখনো বহাল আছে, আমরা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে বলতে চাই অচিরেই কোটা প্রথা বাতিল করতে হবে। বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে যত অপ্রীতিকর ঘটনা ঘটেছে বেশিরভাগই কোটা থেকে আগত শিক্ষার্থী, পতিত স্বৈরাচার সরকারের ইবি শাখা ছাত্রলীগের কুলাঙ্গার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ও কোটা থেকে আগত ছিলো। অন্যান্য বিশ্ববিদ্যালয় কি করলো সেটা দেখার বিষয় নয়, আমাদের বিশ্বিবদ্যালয় চলবে আমাদের গতিতে, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল কোটা বাতিল করতে হবে।

ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট বলেন, "জুলাই বিল্পব হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে,পরে সেটি এক দফায় রুপান্তরিত হয়। যার ফলে পতিত স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। যদি প্রশাসন কোটাপ্রথা বন্ধ না করে তাহলে আগামীকাল বিশ্ববিদ্যালয় ব্লকেড করে দিতে বাধ্য হবো। প্রয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে কোটা প্রথা সমাধান করতে হবে।"


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: