odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

রাজধানীতে স্বামী-স্ত্রী ও সন্তানের অস্বাভাবিক মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ২৯ June ২০২৫ ২৩:৫৩

odhikarpatra
প্রকাশিত: ২৯ June ২০২৫ ২৩:৫৩

রাজধানীর মগবাজারে স্বামী-স্ত্রী ও তাদের ১৭ বছরের সন্তানের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মৃত তিনজন হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মনির ও তার স্ত্রী স্বপ্না এবং তাদের সন্তান আরাফাত। 

রমনা থানার ওসি গোলাম ফারুক আজ এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি। ইতোমধ্যে তাদের রুমের ও হোটেলের এবং হোটেলের আশ পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তাদের রুমে কেউ এসেছিল কিনা সেটি দেখার চেষ্টা করছি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে। 

পুলিশ জানিয়েছে নিহত দম্পতি তাদের সন্তানকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে শনিবার (২৮ জুন) বিকেলে ঢাকার মগবাজারের একটি হোটেলে ওঠেন। আজ সকালে ওই দম্পতির এক আত্মীয় তাদের হোটেলে গিয়ে দেখতে পান স্বপ্না বমি করছেন। এক পর্যায়ে স্বপ্না ও  তার সন্তানকে আদ দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া অসুস্থ মনিরকে আইসিইউতে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: