odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 25th October 2025, ২৫th October ২০২৫
মহেশপুরের জেলেপোতা গ্রামে

ভারতে পালানোর সময় মহানগর আওয়ামী লীগ নেতা রিয়াজ আটক

odhikarpatra | প্রকাশিত: ৯ August ২০২৫ ২০:৩৬

odhikarpatra
প্রকাশিত: ৯ August ২০২৫ ২০:৩৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি : 
 
আজ রোজ শনিবার (৯ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক  রিয়াজ উদ্দীনকে রিয়াজ কে ভারতে পালাতে সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন, মিনহাজ উদ্দীন ও রিয়াজ উদ্দীনকে আটক  করে পুলিশে দেয়।
 
গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিন এর দপ্তর সম্পাদক  রিয়াজ উদ্দীন ভারতে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই অজ্ঞাত ব্যক্তিরা রিয়াজ উদ্দীন রিয়াজ এর  কাছ থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে।
 
আজ দুপুরে এ খবর জানতে পেরে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের জেলেপোতা গ্রামের লোকজন তিন দালালসহ  ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
 
মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান,  রিয়াজ উদ্দিনসহ রিয়াজ সহ তিন দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
 

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, এমন খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি পাঠানো হয়েছিল। স্থানীয়রা জেলেপোতা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশে দিয়েছে বলে শুনেছি।



আপনার মূল্যবান মতামত দিন: