ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
বিএনপি গণতন্ত্রে ও জনগণের ভোটে বিশ্বাস করে না : খাদ্যমন্ত্রী

বিএনপি গণতন্ত্রে ও জনগণের ভোটে বিশ্বাস করে না : খাদ্যমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ মার্চ ২০১৮ ১৯:২৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ মার্চ ২০১৮ ১৯:২৫

বিএনপি গণতন্ত্রে ও জনগণের ভোটে বিশ্বাস করে না : খাদ্যমন্ত্রী

 : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি গণতন্ত্রে ও জনগণের ভোটে বিশ্বাস করে না বলেই বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে।
বিএনপি চেয়ারপার্সনকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ইচ্ছা আওয়ামী লীগের নেই উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি-না তা সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালতের ওপর নির্ভর করে। আমরা তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা করছি না। এতে আমাদের কোন হাত নেই। নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচন কমিশন সময়মত নির্বাচনের ব্যবস্থা করবেন।’
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাস-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, মুক্তিযোদ্ধা আফসারউদ্দিন প্রমুখ।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কামরুল ইসলাম বলেন, ‘জিল্লুর রহমান দুর্দিনে শুধু আওয়ামী লীগের হালই ধরেননি, তিনি ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের আপনজন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।’
১/১১-এর সময়ে প্রয়াত জিল্লুর রহমানের ভূমিকার কথা স্মরন করে তিনি বলেন, ‘১/১১-এর সময়ে জিল্লুর রহমান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তিনি শুধু দলকেই রক্ষা করেননি, গাউন পরে জাতির পিতার কন্যাকে জেল থেকে বের করতে আইনি লড়াইও করেছেন।’
কামরুল ইসলাম বলেন, জিল্লুর রহমান সারাজীবন নীতি ও আদর্শ নিয়ে রাজনীতি করেছেন। তিনি ছিলেন সাদামাটা জীবনের অধিকারী, নীতির প্রশ্নে আপোষহীন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। উন্নয়নশীল দেশ হওয়ার জন্য যে ৩টি সূচক লাগে সেগুলোতে আমরা উন্নীত হতে পেরেছি।
তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে বিএনপি নেত্রী আজ কারাগারে। এতিমদের টাকা মেরে খাওয়ায় তিনি আজ আজ কারাগারে। তার জামিন স্থগিত হলে সরকারের কিছু করার নেই। আইন সবসময় সবার জন্য সমান। আইন নিজের গতিতেই চলবে। আইনের চোখে সবাই সমান। আইনের চোখে খালেদা জিয়া যেমন সাধারণ মানুষও তেমন’।



আপনার মূল্যবান মতামত দিন: