odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd October 2025, ২৩rd October ২০২৫
যুবলীগ নেতা মাকসুদ আটক যুবলীগের বিবৃতি

আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠন করার সাংবিধানি অধিকার কেড়ে নেওয়া হয়েছে : যুবলীগ

odhikarpatra | প্রকাশিত: ২৬ August ২০২৫ ১৯:২৩

odhikarpatra
প্রকাশিত: ২৬ August ২০২৫ ১৯:২৩

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মো: মাকসুদুর রহমান এর গ্রেফতারে তীব্র নিন্দা, প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর বিবৃতি তে উল্লেখ করেন


অধ্যাপক ইউনূসের এর নেতৃত্বে বর্তমান অবৈধ সরকার বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ওপর প্রতিনিয়ত অন্যায়,অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যুবলীগের নেতাকর্মীদের উপর হয়রানিমূলক মামলা দিচ্ছে। সারাদেশে বিচারহীনভাবে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেপ্তার চালাচ্ছে। যুবলীগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আবার যাদের নামে মামলা নেই তাদের গ্রেপ্তার করে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠন করার সাংবিধানি অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই সংগঠনের প্রতি সরকারের হিংসাত্মক ও বিদ্বেষমূলক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মো: মাকসুদুর রহমান মাকসুদকে গতকাল ২৫ আগস্ট সোমবার রাত ১০ ঘটিকায় ডিবি পরিচয়ে একটা দল মিথ্যা ও বানোয়াট মামলায় আসামী দেখিয়ে গ্রেফতার করে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মো মাইনুল হোসেন খান নিখিল এমপি এক যৌথ বিবৃতিতে মাকসুদুর রহমান সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: