ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

রাজধানীতে এনসিপির বিক্ষোভ

odhikarpatra | প্রকাশিত: ২৯ August ২০২৫ ২৩:৩০

odhikarpatra
প্রকাশিত: ২৯ August ২০২৫ ২৩:৩০

ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ :

রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে ঢাকা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য হুমকিস্বরূপ। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজনৈতিক দমন-পীড়ন কখনো সফল হবে না।

এ সময় নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের সব নাগরিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারা আরও জানান, জনগণের অধিকার রক্ষায় তারা সবসময় সোচ্চার ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে



আপনার মূল্যবান মতামত দিন: