odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক : প্রধান উপদেষ্টা। 

odhikarpatra | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ২২:৪৪

odhikarpatra
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ২২:৪৪

 

প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনের বাইরে কোনো বিকল্প চিন্তা করা জাতির জন্য হবে অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, “গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার একমাত্র পথ হলো সুষ্ঠু নির্বাচন। জনগণই ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবে। এর বাইরে অন্য কোনো পথ খোঁজা মানে জাতিকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া।”

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন ঘিরে যেকোনো ষড়যন্ত্র বা বিভ্রান্তি গণতন্ত্রকে দুর্বল করে তোলে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং জনগণের রায় মেনে নিতে হবে।

দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে নির্বাচনের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।


 



আপনার মূল্যবান মতামত দিন: