odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

ইবিতে তিন হাজার শিক্ষার্থীর ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ

odhikarpatra | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫০

odhikarpatra
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫০

ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের জন্য আয়োজিত ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের উদ্যোগে এ সমাপনী অনুষ্ঠান হয়।এসময় প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট, ব্যাগ, নোটবুক ও কলম তুলে দেওয়া হয়।

গত বছর শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচিতে ১১৭টি ব্যাচের তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণার্থীদের বেসিক কম্পিউটার ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস, ডেটাবেজ ম্যানেজমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিংসহ বিভিন্ন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অত্র বিভাগের আওতায় চারটি জেলার ১৩টি ভেন্যুতেও এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।
সমাপনী আহ্বান করেন Enhancing Digital Government and Economy (EDGE)–IUICT এর কো-অর্ডিনেটর ড. জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাকিম মুসুল্লি পিয়াস।


প্রসঙ্গত, প্রশিক্ষণ কর্মসূচিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং Enhancing Digital Government and Economy (EDGE) প্রকল্পের অর্থায়নে পরিচালিত হয়েছে।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: