
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশে আয়োজন করা হলো এক বিশেষ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং Bangladesh Youth Leadership Center (BYLC)-এর সহযোগিতায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।
‘Ignite Leadership From Within’ শীর্ষক এই কর্মশালায় সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি খন্দকার আবু সাঈম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BYLC-এর দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের কার্যনির্বাহী সদস্য আকাশ সিংহ।
ক্লাব পার্টনার হিসেবে সহযোগিতা করে ইবি হিউম্যান রিসোর্স ক্লাব, ইবি বিজনেস ক্লাব এবং ইবি অ্যাকাউন্টিং ক্লাব। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বক্তৃতায় নেতৃত্বের মূল উপাদান তুলে ধরা
মুখ্য আলোচক আকাশ সিংহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নেতৃত্ব ও ব্যক্তিগত দক্ষতা বিকাশের জন্য কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি, চোখের যোগাযোগ এবং নিয়মিত অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, একজন নেতার বক্তব্য হতে হবে স্পষ্ট ও প্রভাবশালী। এজন্য উদ্দেশ্য পরিষ্কার করা, শ্রোতাদের প্রয়োজন বোঝা এবং বক্তব্যকে সংক্ষিপ্ত ও যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করা জরুরি। বক্তৃতার শুরুতে আকর্ষণীয় ভূমিকা, মূল অংশে যুক্তি ও শেষে সারসংক্ষেপ রাখা উচিত। পাশাপাশি শরীরের ভঙ্গি ও অঙ্গভঙ্গিও কার্যকর নেতৃত্বের অপরিহার্য অংশ।
সমঝোতা স্মারক স্বাক্ষর
কর্মশালা শেষে ইবি ক্যারিয়ার ক্লাব ও BYLC-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ভবিষ্যতে BYLC-এর যেকোনো প্রোগ্রামে ইবির শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন এবং বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।
✍️ মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
odhikarpatra.com ইবি শিক্ষার্থী উন্নয়ন Leadership From Within BYLC নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ ক্লাব ক্যারিয়ার কর্মশালা ইবি ইসলামী বিশ্ববিদ্যালয়
আপনার মূল্যবান মতামত দিন: