
স্টাফ রিপোর্টার | অধিকার পত্র ডটকম
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫ — রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনার অভিযোগে আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্তরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
- মোঃ সজীবুল ইসলাম হৃদয় (২৩) – মিছিলের আয়োজক
- আব্দুল্লাহ বিন আজিজ (২৩) – ছাত্রলীগ, ওয়ারী থানা সহ-সভাপতি
- মোঃ রায়হান ওরফে পলিন (২৮) – স্বেচ্ছাসেবকলীগ কর্মী, লালবাগ
- মোঃ শাহাদাৎ নবী খোকা (৪২) – পল্টন থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য
- মোঃ আমিনুর রহমান মানিক (৩০) – স্বেচ্ছাসেবকলীগ, শেরেবাংলা নগর
- মোঃ জামিল হোসেন পলাশ (৫৮) – কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি
- মোঃ গোলাম মোস্তফা (৫০) – শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
- শাহরিয়ার আহমদ (৪১) – নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান
ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা হঠাৎ করে মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার পরিকল্পনা করেছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনা করার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। বিস্তারিত জানুন।
ধানমন্ডি গ্রেফতার খবর ঝটিকা মিছিল ঢাকা ডিবি পুলিশ অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢাকা
আপনার মূল্যবান মতামত দিন: