odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

নির্বাচনে কোনো অন্যায় বরদাস্ত নয় — ইসি রহমানেল মাছউদ

odhikarpatra | প্রকাশিত: ৪ September ২০২৫ ২৩:৪১

odhikarpatra
প্রকাশিত: ৪ September ২০২৫ ২৩:৪১

অধিকার পত্র ডেস্ক

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫ —
নির্বাচনে কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “ভুল হতে পারে, কিন্তু অন্যায় বরদাস্ত করা হবে না।”

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রণীত নীতিমালা ২০২৫ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদ, নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের জন্য গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, কমিশনের কোনো ভুল হলে তা সংশোধন করা হবে, তবে কোনো ধরনের অনিয়ম বা অন্যায় বরদাস্ত করা হবে না।



আপনার মূল্যবান মতামত দিন: