
অধিকার পত্র ডেস্ক:
রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত ২২টি দলের মধ্যে থেকে ১২টি দলকে মনোনীত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশ সংস্কার পার্টি (বিআরপি)।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল হক জানান, দীর্ঘদিন স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিআরপি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “দেশের সব আইন-কানুন মেনেই বিআরপি পরিচালিত হচ্ছে। সোহেল রানাকে চেয়ারম্যান ও তৌহিদুল ইসলামকে মহাসচিব করে ৫৭০ সদস্যবিশিষ্ট কমিটি আগামী পাঁচ বছরের জন্য অনুমোদিত হয়েছে।”
তিনি আরও জানান, দলের শুদ্ধি অভিযানে অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে নতুন কমিটি অনুমোদনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটি প্রসঙ্গে দলটির চেয়ারম্যান মো. সোহেল রানা বলেন, “বাংলাদেশ সংস্কারবাদী পার্টি সবসময় জাতীয় ঐক্য, সুশাসন ও উদ্ভাবনের নীতি সামনে রেখে এগিয়ে এসেছে। সংস্কারের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। আমাদের লক্ষ্য—জনগণের প্রত্যাশা পূরণ করে বাংলাদেশকে আধুনিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরিত করা।”
অন্যদিকে মহাসচিব মো. তৌহিদুল ইসলাম বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সময় ও জনগণের চাহিদা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি তৈরি করতে হয়। আমাদের মূলমন্ত্র হলো—‘সংস্কারেই পরিবর্তন, পরিবর্তনেই বাংলাদেশ।’ দলের ভেতরে অনিয়ম, দুর্নীতি বা ব্যক্তিস্বার্থকে স্থান দেওয়া হবে না।”
তিনি জানান, আগামী পাঁচ বছরে শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং যুবশক্তির উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: