
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে নতুন করে ভাড়াকৃত ৪ টি বিআরটিসি দ্বিতল বাস। রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিআরটিসির পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মনিরুজ্জামান বাবু।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিআরটিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে এ প্রতিষ্ঠানের অব্যাহত সহযোগিতা প্রদান করার জন্য। তিনি জানান, ‘শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা বিআরটিসির বাস চেয়েছিলাম। আজকে আমরা চারটি ডাবল ডেকার পেয়েছি। ইনশাআল্লাহ আগামীতে শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে বাস সংখ্যা আরও বাড়ানো হবে।’
জানতে চাইলে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘ইউজিসির কিছু কন্ডিশন থাকায় আমরা বাস কিনতে পারছি না। আবার বিশ্ববিদ্যালয়ের কিছু বাধ্যবাধকতা থাকায় বাস কেনা এখন সম্ভব না। বিআরটিসি হলো সরকারি পরিবহন সার্ভিস। ২০১৯ সালে ৯টি বাস এবং আজকে চারটি বাস সহ পরিবহন পুলে বিআরটিসির ১৩ টি বাস সংযুক্ত হলো। বিআরটিসির চেয়ারম্যান উপাচার্যের সাথে কথা বলেছেন। উনি জানিয়েছেন, আপতত বিআরটিসির রিফাইন্ড বাস দেয়া হয়েছে যা পরবর্তীতে নতুন বাস যুক্ত করার সুযোগ আসলে পরবর্তীতে সমন্বয় করা হবে। শিক্ষার্থীরা যেহেতু কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল করে সেহেতু আগামীকাল থেকে বাসের সময় এবং পরবর্তীতে নামকরণ করা হবে।’
বাসের কন্ডিশন সম্পর্কে জানতে চাইলে বিআরটিসি পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মো. মনিরুজ্জামান বাবু বলেন, ‘উপাচার্যের অনুরোধের ভিত্তিতে আমরা এক সপ্তাহের মধ্যে বিআরটিসির চারটি বাস দিতে পেরেছি। ২০১৯ সালের পর বিআরটিসিতে কোনো দ্বিতল বাস আসেনি। বিআরটিসির প্রত্যেক বাসের লাইফটাইম হচ্ছে ১৫ থেকে ২০ বছর। সেই হিসেবে আজকে সংযুক্ত বাসগুলো ২০১৯ সালের তৈরি হলেও এখনো চলাচলের উপযুক্ত রয়েছে। আগামী এক মাসের মধ্যে বাসগুলোর আরও সংস্কার করা হবে যেন বোঝা না যায় বাসগুলো পুরাতন। চালকদের ট্রেনিং, বাসের মধ্যে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা, ফ্যান লাইট এবং ডেকোরেশনের জন্য এক মাস সময় নিয়েছি এবং আশাকরি এই সময়ের মধ্যে বাসগুলো রিফর্ম করতে পারবো।’
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: