odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

চরমোনাই পির বলেন ডাকসু নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ জরুরি

odhikarpatra | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫১

odhikarpatra
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫১

রমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সম্প্রতি ডাকসু নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার গুরুত্ব ও বিশ্ববিদ্যালয়ের ভোটপর্বের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

মুফতি রেজাউল করীম বলেন, “শিক্ষার্থীরা যেন ভয় ও দমনের সম্মুখীন না হয়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার রক্ষা করা প্রয়োজন।” তিনি সব পক্ষকে আহ্বান জানিয়েছেন যাতে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও ন্যায্য থাকে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা  নিজেদের মতামত প্রকাশ করতে পারে, এবং কোনো ধরনের বাধা, হুমকি বা প্রভাবশালী পদক্ষেপ যেন নির্বাচনকে প্রভাবিত করতে না পারে।

শান্তিপূর্ণ নির্বাচন ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য মুফতি রেজাউল করীম শিক্ষার্থীদের সচেতন থাকার পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: