odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ক্যাম্পাসকে বিদায়, জীবনের নতুন পথে ইবি'র ট্যুরিজম শিক্ষার্থীরা

odhikarpatra | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৯

odhikarpatra
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৯

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ভবনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. শেলীনা নাসরীন এবং বিশেষ অতিথি হিসেবে মো. রফিকুল ইসলাম, জেসমিন আক্তার, নাসির মিয়া-সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষার্থীরা বলেন, "এই দিনটি আমাদের জন্য কষ্টের আমরা এখান থেকে বিদায় নিচ্ছি।হাজারো স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে থাকতে চাইলেও আর থাকতে পারছি না। আমাদের চলে যেতে হবে নতুন গন্তব্যে। আমরা যখন ভয় বা হতাশার মধ্যে ছিলাম, তখন আপনারদের সঠিক দিকনির্দেশনায় আমরা সঠিক পথ চিনেছি। আপনারা হাতে ধরে আমাদের শিখিয়েছেন। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।"

জুনিয়রদের উদেশ্য করে বলেন, "তোমরা ডিপার্টমেন্টকে সার্বিক দিয়ে এগিয়ে রাখবে, যাতে আমরা পরে ক্যাম্পাসে দেখতে পারি আমাদের ডিপার্টমেন্ট পুর্নাঙ্গ ডিপার্টমেন্ট। তোমাদের ভিতরে গ্রুপিং থাকবে তবে এটি যেন ডিপার্টমেন্টকে এগিয়ে নিতে বাধা হয়ে না দাঁড়ায়।"


ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, "এটি সত্যি অনেক বড় একটা জার্নি। যেটা শেষ করার পর তোমরা আজ গ্রাজুয়েট। নতুন একটা জীবনে পদার্পণ করার এটা প্রথম পদক্ষেপ । তোমরা যখন শিক্ষকদের বিদায় জানাচ্ছো তখন তোমাদের রেখে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ছে। দোয়া করি তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় যাও। আমরা অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করি। যদিও তোমরা এখান থেকে বিদায় নিচ্ছো কিন্তু তোমরা আমাদের হৃদয়ে থাকবে।"


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: