odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য পথসভা

odhikarpatra | প্রকাশিত: ১২ September ২০২৫ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১২ September ২০২৫ ২৩:৫৫

অধিকারপত্র সংবাদ প্রতিবেদন:

নরসিংদীর পলাশ উপজেলার গাজারিয়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রখ্যাত নেতা ড. আব্দুল মঈন খান।

পথসভায় ড. মঈন খান বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং সুশাসন ও জবাবদিহিতার প্রতি তাদের প্রতিশ্রুতি অটুট। তিনি আরও বলেন, বিএনপি ছাত্র, যুব ও সাধারণ জনগণের সঙ্গে মিলিত হয়ে দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের গণতন্ত্র রক্ষা করেছে।

ড. মঈন খান উল্লেখ করেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে লুটপাট এবং দেশ ধ্বংসের পথে এগোচ্ছে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং গাজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভুইয়া শামীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন: