odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 25th December 2025, ২৫th December ২০২৫

চাকসু নির্বাচনে প্যানেল দেবে না বাগছাস

odhikarpatra | প্রকাশিত: ১৬ September ২০২৫ ২০:৪২

odhikarpatra
প্রকাশিত: ১৬ September ২০২৫ ২০:৪২

চবি সংবাদদাতা | অধিকার পত্র ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রিক গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কোনো পূর্ণাঙ্গ প্যানেল দেবে না বলে জানিয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, তারা শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

বাগছাসের একাধিক নেতা জানান, বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়ে তাদের আস্থা নেই। এ কারণে তারা আনুষ্ঠানিক প্যানেল গঠন থেকে বিরত থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যাবেন।

সংগঠনটির সভাপতি বলেন, "আমরা স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশ চাই। তবে প্রশাসনের ভূমিকায় আস্থার সংকট থাকায় এবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করছি না।"

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় এক যুগ পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর বিভিন্ন ছাত্রসংগঠন ইতিমধ্যেই প্যানেল ঘোষণা করেছে বা প্রস্তুতি নিচ্ছে। তবে বাগছাসের এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে ভিন্ন ধরনের সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন ক্যাম্পাসের রাজনৈতিক বিশ্লেষকরা।



আপনার মূল্যবান মতামত দিন: