
চবি প্রতিনিধি | অধিকার পত্র ডটকম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রী সংস্থা (ইছস)। মঙ্গলবার দুপুরে প্রীতিলতা হলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে ইছসের নেতৃবৃন্দ বলেন,
“হলে শিক্ষার্থীদের ন্যায্য সিট বণ্টন, স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা, নিরাপত্তা জোরদার এবং সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রমকে গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য। এ জন্যই আমরা একটি শক্তিশালী পূর্ণাঙ্গ প্যানেল গঠন করেছি।”
ঘোষিত পূর্ণাঙ্গ প্যানেল
- সভাপতি: নওরিন সুলতানা
- সহ-সভাপতি: রাফিয়া হাসান
- সাধারণ সম্পাদক: ফারিহা রহমান
- সহ-সাধারণ সম্পাদক: মাহি আক্তার
- কোষাধ্যক্ষ: আফরিন তাসনিম
- সংস্কৃতি সম্পাদক: সানজিদা শারমিন
- ক্রীড়া সম্পাদক: সাদিয়া জাহান
- সাহিত্য সম্পাদক: হুমায়রা বিনতে মঈন
- প্রচার সম্পাদক: জান্নাতুল ফেরদৌস
- লাইব্রেরি সম্পাদক: সুমাইয়া আক্তার
- সদস্য: মেহজাবিন নাহার, তাসফিয়া ইসলাম, শারমিন আক্তার, ফারিহা হক, নুসরাত জাহান
প্যানেল ঘোষণার সময় প্রীতিলতা হলের শিক্ষার্থীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক প্রার্থী ফারিহা রহমান বলেন,
“আমরা হলে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। নতুন শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং সেল, হলের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং মেস চার্জ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।”
শিক্ষার্থীরা এই প্যানেল ঘোষণাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, নির্বাচনের পর হলে সমস্যার দ্রুত সমাধান হবে এবং একাডেমিক পরিবেশ উন্নত হবে
চবি ক্যাম্পাস রাজনীতি প্রীতিলতা হল প্যানেল ইসলামী ছাত্রী সংস্থা চবি চবি প্রীতিলতা হল নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ ২০২৫
আপনার মূল্যবান মতামত দিন: