
নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ অভিযানে ৩০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
কীভাবে জব্দ হলো ডলার?
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে—ভারতে পাচারের জন্য বিপুল পরিমাণ ডলার সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে।
সকাল ৯টার দিকে বিজিবির টহল দল সীমান্তের দিকে যাচ্ছিল এমন এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি হাতে থাকা পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে তিন বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ডলার আদালতের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সারসংক্ষেপ
✅ সাতক্ষীরা সীমান্তে পাচারের সময় ৩০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি।
✅ উদ্ধার করা অর্থের বর্তমান বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
✅ জব্দকৃত ডলার আদালতের নির্দেশে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: