
ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫
???? বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণায় তরুণ গবেষকদের অংশগ্রহণ বাড়াতে ইউনেসকো ও সৌদি আরবের রয়্যাল কমিশন ফর আলউলা (আরসিইউ) যৌথভাবে ২০২৫ সালের আলউলা ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। মোট ১০ জন ফেলোকে দুই বছরের জন্য গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
ফেলোশিপের আওতায় নির্বাচিতরা ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গবেষণার পাশাপাশি বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। গবেষণার জন্য প্রয়োজনীয় সকল সহায়তা ও সুবিধা প্রদান করবে আয়োজকরা।
????️ যোগ্যতা ও শর্তাবলি
- আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।
- সংস্কৃতি, ঐতিহ্য ব্যবস্থাপনা, প্রত্নতত্ত্ব, স্থাপত্য, নগর পরিকল্পনা, জাদুঘর ব্যবস্থাপনা, সাংস্কৃতিক নীতি, নৃবিজ্ঞান, শিল্প ইতিহাস, সামাজিক বা মানববিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
???? ফেলোশিপের মেয়াদ ২৪ মাস। এটি বৈশ্বিক ঐতিহ্য ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন ও নতুন প্রজন্মের গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত করার সুযোগ তৈরি করবে।
ইউনেসকো ফেলোশিপ ২০২৫ আলউলা ফেলোশিপ ঐতিহ্য গবেষণা প্রোগ্রাম আরসিইউ ফেলোশিপ আবেদন জাদুঘর ব্যবস্থাপনা ফেলোশিপ
আপনার মূল্যবান মতামত দিন: