
অধিকারপত্র ডটকম প্রতিবেদক | সদরপুর
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে অন্তঃসত্ত্বা মা ও তার পাঁচ বছরের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুমাইয়া আক্তার (২২) এবং তার সন্তান হুজাইফা (৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং আগামী ২৬ সেপ্টেম্বর তার সিজারিয়ান অপারেশন হওয়ার কথা ছিল। তিনি ফরিদপুর সদরের কৈজুরী গ্রামের রমজান খানের মেয়ে এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের রমজান মুন্সীর স্ত্রী। ২০২০ সালে তাদের বিয়ে হয় এবং নিহত শিশু হুজাইফা ছিল তাদের একমাত্র সন্তান।
স্থানীয়রা জানান, নিহত সুমাইয়া ও তার স্বামী রমজান মুন্সীর সম্পর্ক নিয়ে ভিন্নমত রয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল না। তবে প্রতিবেশীরা বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, সুমাইয়াকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। আর শিশু হুজাইফার মরদেহ গলাকাটা অবস্থায় ঘরের ভেতর কম্বলে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদেব রায় বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। তদন্ত ছাড়া প্রকৃতপক্ষে কী ঘটেছে তা বলা যাচ্ছে না।’’
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে।
সদরপুরে মা-সন্তানের মরদেহ ফরিদপুরে মর্মান্তিক ঘটনা অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু পুলিশ তদন্ত ফরিদপুর সদরপুর নিউজ
আপনার মূল্যবান মতামত দিন: