odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

“সরকার গঠনের স্বপ্ন দেখছেন? আগে নির্বাচনে আসুন”জামাতকে সালাহউদ্দিন আহমদ

odhikarpatra | প্রকাশিত: ২০ September ২০২৫ ১৯:৪০

odhikarpatra
প্রকাশিত: ২০ September ২০২৫ ১৯:৪০

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেছেন, জনগণের ভোটের মাধ্যমেই ঠিক হবে কে সরকারে যাবে আর কে বিরোধী দলে থাকবে। শনিবার রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আজকে শিরোনাম দেখলাম—জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাইসাব, বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ ঠিক করবে? যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, তারাই এসব কথা বলে।”

সালাহউদ্দিন আরও বলেন, একসাথে সরকারি দল ও বিরোধী দল হওয়া যায় না। জনগণের সঙ্গে দ্বিমুখী আচরণ করলে কোনো দল বা সংগঠন টিকতে পারে না। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি দাবির প্রসঙ্গে তিনি বলেন, “যারা পিআর চান তারা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করুন, জনগণ ভোট দিলে বাস্তবায়ন হবে। একতরফা ঘোষণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যায় না।”

 জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির এই নেতা বলেন, “এ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়াই উত্তম। সংবিধান অনুযায়ী আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আদালতের বাইরে গিয়ে রাজনৈতিক সমাধান টেকসই হয় না।”

 এর আগে শুক্রবার চট্টগ্রামে আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াত সরকার গঠনের মতো আসনে জয়লাভ করবে এবং বিএনপি বিরোধী দলে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: