odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫
 নওগাঁয় ৪ বছর বয়সের শিশু চিত্রশিল্পী জিওন হক জর্জের তিন দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

নওগাঁয় চার বছর বয়সের শিশু চিত্রশিল্পীর তিন দিনব্যাপী একক চিত্রপ্রদর্শনী শুরু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ March ২০১৮ ১৯:৩১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ March ২০১৮ ১৯:৩১

নওগাঁয় চার বছর বয়সের শিশু চিত্রশিল্পীর তিন দিনব্যাপী একক চিত্রপ্রদর্শনী শুরু

 নওগাঁয় ৪ বছর বয়সের শিশু চিত্রশিল্পী জিওন হক জর্জের তিন দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আজ বৃহস্পতিবার থেকে এ প্রদর্শনী শুরু হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক। জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীতে শিশু চিত্রশিল্পী জিওন হক জর্জের মোট ১০০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। বিশ্বে ৪ বছর বয়সের কোন শিশুর একক চিত্র প্রদর্শনী এই প্রথম বলে আয়োজকরা দাবি করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: