odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫

বিশ্ব শিশু দিবস ২০২৫’ – শিশু অধিকার ও সুরক্ষায় প্রতিবিজ্ঞা”

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ১৩:০৬

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ১৩:০৬

ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ – আজ ‘বিশ্ব শিশু দিবস’ পালিত হচ্ছে সারা দেশে। শিশুদের মর্যাদা, অধিকার ও সুরক্ষার প্রতি জনগণকে আরও সচেতন করার উদ্দেশ্যে দিনটি উদযাপন করা হয়।

বাংলাদেশে এই দিবস বছরের প্রথম সোমবারে পালন করা হয়।
এ উপলক্ষে আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একটি বাণী দিয়েছেন, যেখানে তিনি শিশুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

তিনি বাণীতে বলেন, “শিশুদের সৎ, মমতাময় ও মুক্তচিন্তার পরিবেশে বড় হতে দাও — তারা আগামী দিনের যোগ্য নাগরিক হবে।”
বক্তব্যের মধ্যে তিনি আরও বলেন, শিশুরা যদি নিরাপদ ও সৃজনশীল পরিবেশে বড় হয়, তাহলে তারা বাংলাদেশকে বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত ‍মাঠে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

উল্লেখ্য, ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথমবার ‘আন্তর্জাতিক শিশু দিবস’ ঘোষণা করা হয়।
তার আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে চার্লস লিওনার্ড নামে এক যাজক শিশুদের কল্যাণে বিশেষ সেবা প্রদান করে দিবস পালন শুরু করেছিলেন, যা পরে ‘শিশু দিবস’ নামে পরিচিতি পায়।
১৯৫৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ শিশু অধিকারের ঘোষণা পত্র গৃহীত করার পর থেকে এ দিন বিশ্বব্যাপী শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির দিন হিসেবে পালিত হচ্ছে।

বাংলাদেশে সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা দিবসটি র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে।



আপনার মূল্যবান মতামত দিন: