
খুলনা, ৬ অক্টোবর ২০২৫ (অধিকার পত্র): খুলনার রূপসা নদীতে সুন্দরবন অভিমুখে চলাচলকারী ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’ ডোকারিয়া এলাকায় ডুবে গেছে। এই জাহাজটি ‘রেইনবো ট্যুরস’ নামে পরিচালিত হতো।
রোববার রাত থেকে জাহাজটি ধীরে ধীরে নিমজ্জিত হওয়া শুরু করে। বর্তমানে তা পুরোপুরি ডুবে গেছে। জাহাজটি কাস্টমঘাট সংলগ্ন একটি ডকইয়ার্ডে মেরামতের কাজে ছিল।
টোয়াস (টুয়র অপারেটরস অ্যাসোসিয়েশন অব সুন্দরবন)-এর সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, মেরামতের কাজ চলাকালীন বিল্ডিং মিস্ত্রির ভুলবশত বাথরুম পাইপলাইন খোলা থাকায় পানি প্রবেশ শুরু হয়।
জাহাজের মালিক হারুনুর রশিদের ছেলে মো. জামিল জানিয়েছেন, জাহাজটি শিপ বিল্ডার্স নামক তাদের ডকইয়ার্ডেটি ছিল এবং মেরামতকাজ চলছিল। ঘচলা (tilting) ও ঢেউয়ের পানিস্রোতের কারণে দ্রুত জাহাজ ডুবে যায়।
আপনার মূল্যবান মতামত দিন: