ঢাকা | Wednesday, 15th October 2025, ১৫th October ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ আজীবনের জন্য বহিষ্কার

odhikarpatra | প্রকাশিত: ১৪ October ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৪ October ২০২৫ ২৩:৫৯

ট্টগ্রাম | সোমবার, ১৪ অক্টোবর ২০২৫

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ছাত্রদল সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সংগঠনের ঘোষিত প্যানেলের বাইরে থাকা এক প্রার্থীকে সমর্থন দেওয়ার অভিযোগে মামুন উর রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে তাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।

 বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে তাঁরা দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মীদের মামুন উর রশিদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন,

“চাকসু নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা ক্যাম্পাসে ছিলেন। তাঁরা মামুনের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পান। সেই কারণেই কেন্দ্রীয় সংগঠন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।”



আপনার মূল্যবান মতামত দিন: