odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের ৯ কর্মী আটক, আন্তর্জাতিক উদ্বেগ

odhikarpatra | প্রকাশিত: ৭ October ২০২৫ ১০:৪৭

odhikarpatra
প্রকাশিত: ৭ October ২০২৫ ১০:৪৭

জাতিসংঘ মহাসচিব গুতেরেসের তীব্র নিন্দা।

ইয়েমেনে হুথি বিদ্রোহীরা জাতিসংঘের আরও নয়জন কর্মীকে আটক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হুথি নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘের সম্পদ ও স্থাপনাগুলো জব্দ করার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, হুথি ডি-ফ্যাক্টো কর্তৃপক্ষ সম্প্রতি আরও নয়জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। এর ফলে ২০২১ সাল থেকে আটক হওয়া মোট জাতিসংঘ কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।

মহাসচিব গুতেরেস বলেন, "জাতিসংঘের কর্মীরা মানবিক সহায়তা প্রদান করতে গিয়ে যদি হুমকির মুখে পড়েন, তাহলে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘিত হবে।"
জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় আটককৃতদের নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক মহলে এই ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং মানবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: