ঢাকা | Tuesday, 14th October 2025, ১৪th October ২০২৫

আমলীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান: জনগণই সবচেয়ে বড় বিচারক

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ১৬:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ১৬:৩৯

ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, তবে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নেবে। অন্যায়কারীর বিচার হতে হবে, সেটি ব্যক্তি বা দল হোক।

তারেক রহমান বলেছেন, ‘আমি ১৭ বছর ধরে প্রবাসে আছি। তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময় আমার ওপর যে শারীরিক নির্যাতন হয়েছিল, তার পরে চিকিৎসার জন্য এ দেশে আসি। আমি এখানে আসার সময় ছোট ভাইকে রেখে এসেছিলাম। আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। যে ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যে ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যে ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যে ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল সে ঘর রেখে এসেছিলাম।

‘সেই স্মৃতিগুলোকে ভেঙে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। যে সুস্থ মাকে রেখে এসেছিলাম, সে মা এখন সুস্থ নেই।’

তিনি বলেছেন, আমার পরিবারের যে কাহিনি আপনাদের সামনে তুলে ধরলাম-এটিকে আপনারা কাহিনি বা সংগ্রাম যেটাই বলুন না কেন, এটি শুধু আমার বা আমার পরিবারের কাহিনি নয়। এ রকম কাহিনি বাংলাদেশের শত (১০০) না, হাজার হাজার পরিবারের। এসব অন্যায়, হত্যা ও নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধ নয়, এটা ন্যায় ও আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়।

তারেক রহমান বলেছেন, দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নেবে। সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে। তো সেটি ব্যক্তি হোক, সেটি দলই হোক।

তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় বলিও আমরা যারা বিএনপি করি, আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস জনগণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই-যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ তাদের সমর্থন করতে পারে বলে আমি মনে করি না।

তিনি আরো বলেছেন, জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি সেহেতু জনগণের সিদ্ধান্তের ওপর আমরা আস্থা রাখতে চাই। সবচেয়ে বড় বিচারক জনগণ।



আপনার মূল্যবান মতামত দিন: