
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২
জয়পুরহাট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “যদি এনসিপি ‘শাপলা প্রতীক’ পায়, তাহলে দলটি জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমে সাংবিধানিক ও নির্বাচনী প্রক্রিয়ায় দেশের গণতান্ত্রিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি সোমবার জয়পুরহাট জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “এনসিপি কখনোই পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসেনি। আমাদের লক্ষ্য হলো সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করা অথবা শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা।”
তিনি আরও বলেন, “জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের জন্য স্পষ্ট দিকনির্দেশনা এবং আইনি ভিত্তি প্রয়োজন। কেবল কিছু আসন পাওয়ার আশায় নয়, বরং বাস্তব পরিবর্তনের জন্য আমরা কাজ করছি।”
সভায় উপস্থিত ছিলেন এনসিপি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, এবং জেলা যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু প্রমুখ।
তারা বলেন, সঠিক প্রতীক এবং স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত হলে এনসিপি জনগণের দাবি ও চাহিদা সংসদে আরও কার্যকরভাবে উপস্থাপন করতে পারব
আপনার মূল্যবান মতামত দিন: