odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd October 2025, ২৩rd October ২০২৫
ঢাকা কলেজে সাংবাদিক নেতার ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

সরকারি বাংলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির ওপর ছাত্রদল নেতার হামলায় রাবি প্রেসক্লাবের নিন্দা

odhikarpatra | প্রকাশিত: ২৩ October ২০২৫ ১৫:৩০

odhikarpatra
প্রকাশিত: ২৩ October ২০২৫ ১৫:৩০

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫:

সরকারি বাংলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম সাব্বিরের ওপর ছাত্রদল নেতার হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন এবং সাধারণ সম্পাদক মাকসুদ হোসেন মিশন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

প্রাপ্ত তথ্যে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা সরকারি বাংলা কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংহতির মধ্যে সংঘর্ষ চলাকালে সাংবাদিক সাইফুল ইসলাম সাব্বির তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে কলেজ শাখা ছাত্রদলের একদল নেতা তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন এবং বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তারা আরও বলেন, “দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমকর্মীদের ওপর যেকোনো হামলা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।



আপনার মূল্যবান মতামত দিন: