odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 25th October 2025, ২৫th October ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য পৃথক সাংস্কৃতিক একাডেমি: ফখরুল

odhikarpatra | প্রকাশিত: ২৪ October ২০২৫ ২১:২৯

odhikarpatra
প্রকাশিত: ২৪ October ২০২৫ ২১:২৯

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫ – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা “ঢাকা ওয়াঙ্গালা-২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘুদের জন্য একটি পৃথক সাংস্কৃতিক একাডেমি স্থাপন করা হবে।
ফখরুল আরও বলেন, সংখ্যালঘুদের সঙ্গে সম্প্রতি কথা বলছেন, তাদের সমস্যাগুলো শুনছেন এবং মূলধারার সংস্কৃতির সঙ্গে সব গোষ্ঠীকে একীভূত করতে হবে“চেতনা ও মননে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে দাঁড়াতে হবে” এমন বার্তা দেন তিনি।

তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর ভিশন-২০৩০ প্রণয়ে সংখ্যালঘুদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং তাঁদের জন্য একটি পৃথক অধিকার কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: