ঢাকা, ২৫ অক্টোবর ২০২৫ : আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত বৈঠকে ফের সূচনা হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যকার সংলাপের। ধরণ অনুযায়ী, এনসিপির প্রতিনিধি দল হিসেবে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাভেদ রাসিন ও খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা। দৈনন্দিন কার্যক্রম সঞ্চালনায় ছিলেন কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। কমিশনের পক্ষ থেকে বৈঠকে সভাপতিত্ব করেন সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও ড. মো. আইয়ুব মিয়া।
বৈঠকে বিশেষভাবে আলোচিত হয় “জুলাই সনদ”-র (সংক্ষেপে) বাস্তবায়ন প্রক্রিয়া, তার আইনগত বাধ্যবাধকতা ও প্রাসঙ্গিক আইন-নীতি। বৈঠক শেষে কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে, আলোচ্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আপনার মূল্যবান মতামত দিন: