কুমিল্লা (দক্ষিণ) — ২৫ অক্টোবর ২০২৫, আজ শনিবার সকাল ১১টায় মহানগরীর ব্যস্ত এলাকাসহ চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে শুরু করে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শুরু করে বিএনপি। উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এরপর দলীয় নেতাকর্মীরা চকবাজার, কাশারীপট্রি, তেরীপট্রি, বালুধুম ও আশপাশের এলাকা ঘুরে পথচারী, দোকানপাট ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং সাথে মনের মত কথা শুনেন।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “আমরা জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই এই ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছি। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে উঠুক, যেখানে মানুষ নিরাপদে কথা বলবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।” এই অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: