ঝিনাইদহ, ২৫ অক্টোবর ২০২৫ :
ঝিনাইদহ জেলা বিএনপি শনিবার সকালে স্থানীয় আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করে। সভার মূল উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলেম সমাজকে অবহিত করা।
আজ সকাল সাড়ে ১০টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরী চত্বরে ফ্যামিলি জোন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা ওলামা দলের সভাপতি আল মাহাদী লিপিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
সভা সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক এইচ এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান এবং সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু।
সভা শেষে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃত্বে জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ধানের শীষের পক্ষে হ্যান্ডবিল বিতরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: