চট্টগ্রাম প্রতিনিধি | অধিকার পত্র ডটকম:
চট্টগ্রামের রাউজান উপজেলায় দিনের বেলায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল কর্মী মোহাম্মদ আলমগীর (৫০)। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার রশিদারপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাউজানের সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের অনুসারী ছিলেন। দীর্ঘ ১২ বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান তিনি।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “শনিবার দুপুরে আলমগীর পরিবার নিয়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। দুপুরের খাবার খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কবরস্থানসংলগ্ন এলাকায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।”
তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা আলমগীরের মোটরসাইকেলও নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”
পুলিশ জানায়, নিহত আলমগীর যুবদলের কর্মী ছিলেন, যদিও তার কোনো পদ-পদবি ছিল না। হত্যাকারীদের শনাক্তে অভিযান চলছে।
এদিকে, নিহতের মৃত্যুর ঘটনায় বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার এক বিবৃতিতে বলেন, “রাউজানের অস্থিতিশীল পরিস্থিতিতে যুবদল নেতা আলমগীরকে প্রকাশ্যে খুন করা হয়েছে। প্রকৃত খুনি ও নির্দেশদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং রাউজানের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে।”
রাউজান এলাকায় বিএনপির দুই শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে বিভক্তি থাকায় এলাকাজুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছ

আপনার মূল্যবান মতামত দিন: