নিউজ ডেস্ক:
ওপেনএআই প্রকাশ করেছে তাদের নতুন ওয়েব ব্রাউজার চ্যাটজিপিটি অ্যাটলাস। যেখানে সার্চ ইঞ্জিন নয় বরং কথোপকথনের মাধ্যমে ইন্টারনেট ঘুরে দেখা যায়। এটি গুগল ক্রোম বা সাফারির মতো প্রচলিত ব্রাউজার নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি চ্যাটভিত্তিক ব্রাউজিং অভিজ্ঞতা। ওপেনএআই বলছে অ্যাটলাস এমন একটি সুযোগ এনে দিচ্ছে যা আমাদের ওয়েব ব্যবহারের ধারণাকেই নতুনভাবে ভাবতে শেখাবে। প্রথম দেখায় এটি সাধারণ ব্রাউজারের মতোই তবে পার্থক্য হলো এর পাশে থাকা একটি স্মার্ট চ্যাটবট যা ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী ওয়েবসাইট খুলে তুলনামূলক দাম বিশ্লেষণ করে এমনকি প্রয়োজনীয় তথ্য সংগ্রহেও সহায়তা করবে। তবে ফ্রি ব্যবহারকারীরা দ্রুতই সীমাবদ্ধতায় পড়ছেন, যেমন Messages limit reached বা You’ve hit the free plan limit for GPT-5 বার্তা। এর মানে,উন্নত ফিচারগুলো কেবলমাত্র পেইড সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।
ওপেনএআইয়ের লক্ষ্য এখন কেবল প্রযুক্তি নয় আয় বৃদ্ধিও। বর্তমানে চ্যাটজিপিটির প্রায় ৮০০ মিলিয়ন বহারকারী থাকলেও মাত্র ৫% প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহার করছেন। ফলে নতুন ব্রাউজারের মাধ্যমে তারা আয়ের নতুন পথ খুঁজছে। ফরেস্টারের সিনিয়র বিশ্লেষক স্টেফানি লিউ বলেন, ওপেনএআই হয়তো বিজ্ঞাপন চালু করে আয় বাড়াতে চাইবে, তবে ব্যবহারকারীর অভিজ্ঞতা ঠিক রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে অনেক বিশেষজ্ঞ মনে করছেন অ্যাটলাসের মাধ্যমে ওপেনএআই বিপুল পরিমাণ ব্যবহারকারীর ডেটা পেতে পারে যা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও উন্নত করতে সাহায্য করবে। তবে এতে গোপনীয়তা ও তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগও বাড়ছে। বিশ্বজুড়ে গুগল ক্রোম ওয়েব ব্রাউজার বাজারের প্রায় ৬০% দখলে রেখেছে। এমন অবস্থায় ওপেনএআইয়ের জন্য জায়গা করে নেওয়া সহজ নয়। অ্যাপ ডেভেলপার এরিক গোইন্স বলেন, গুগল আসলে ব্যবহারকারী আর ওয়েবসাইটের মধ্যে মধ্যস্থতাকারী। কিন্তু চ্যাটজিপিটি সেই মধ্যস্থতাকারীকে বাদ দিয়ে সরাসরি ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করছে। তার মতে ভবিষ্যতে হয়তো মানুষ আর হোটেল ইন ঢাকা সার্চ করবে না বরং চ্যাটজিপিটিকে বলবে আর সেটি সরাসরি বুকিং অপশন এনে দেবে। তবে বাস্তবে এই পরিবর্তন আসতে সময় লাগবে। গুগল ইতিমধ্যে তাদের জেমিনি এআইকে সার্চে সংযুক্ত করেছে আর মাইক্রোসফট যুক্ত করেছে কোপাইলটকে তাদের এজ ব্রাউজারে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাটলাস নিঃসন্দেহে ওয়েব ব্রাউজিং জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তবে প্রশ্ন রয়ে গেছে মানুষ কি তাদের বিনামূল্যের ব্রাউজিং অভ্যাস ত্যাগ করে অর্থের বিনিময়ে আরও স্মার্ট অভিজ্ঞতা নিতে আগ্রহী হবে? ভবিষ্যৎই এর উত্তর দেবে।
-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: