নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারের বিরুলিয়া খাগান এলাকায় সামান্য ‘থুতু লাগাকে’ কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের হোস্টেলে হামলা চালায় এবং বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে।
এরপর শতাধিক ড্যাফোডিল শিক্ষার্থী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হয়। খাগান এলাকায় শুরু হয় ভয়াবহ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে আতঙ্কে নির্ঘুম রাত কাটায় এলাকাবাসী।
সংঘর্ষ চলাকালীন সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। লুট করা হয় কম্পিউটার ও গুরুত্বপূর্ণ সামগ্রী। এসময় তিনটি বাস ও দুটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করা হয়, আরও পাঁচটি যানবাহন ভাঙচুরের শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চার ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চললেও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না। এতে উভয় বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। পুলিশ মাঠে রয়েছে যাতে পুনরায় সংঘর্ষ না ঘটে।”
ঢাকার সাভারে ‘গায়ে থুতু লাগা’ কেন্দ্র করে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী।
গায়ে থুতু লাগাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ!
সাভারের খাগান এলাকায় রাতভর রণক্ষেত্র — আগুনে পুড়ল বাস, ভবন ও প্রাইভেটকার!
#DaffodilUniversity #CityUniversity #Savar #BreakingNews #অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: