odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th October 2025, ২৯th October ২০২৫

এ সরকার ফ্যাসিস্টদের পাহারাদার-দখলদার : মোমিন মেহেদী

odhikarpatra | প্রকাশিত: ২৯ October ২০২৫ ২০:২২

odhikarpatra
প্রকাশিত: ২৯ October ২০২৫ ২০:২২

স্টাফ রিপোর্টার | অধিকারপত্র ডটকম

তারিখ : ২৯ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গত ১৪ মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখল, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনাগুলো প্রমাণ করছে— বর্তমান সরকার ফ্যাসিস্টদের পাহারাদার ও দখলদার হিসেবে কাজ করছে।

তিনি বলেন, মুখে মুখে সরকার ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে নিজেরাই ‘মহাফ্যাসিস্ট’ রূপে পরিণত হয়েছে। তা না হলে শান্তিতে নোবেলজয়ীর ক্ষমতাকালীন সময়ে দেশে এমন অশান্তি কেন সৃষ্টি হচ্ছে?

আজ (২৯ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবকধারা আয়োজিত “গণভোট কতটা প্রয়োজনীয়” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় স্বেচ্ছাসেবকধারার আহ্বায়ক মনির জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহআলম আল শাওন, নিপা আক্তার প্রমুখ।

মোমিন মেহেদী বলেন, “বন উপদেষ্টা ও তার পরিবারের সদস্যরা সাবেক মন্ত্রীদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। শুধু বন উপদেষ্টা নয়, অধিকাংশ উপদেষ্টাই এখন ফ্যাসিস্টদের সম্পদ পাহারা দিচ্ছেন। এমনকি লম্বা লম্বা কথা বলা উপদেষ্টা আসিফ নজরুলও সাবেক এমপি তহুরা ও তাঁর পরিবারের সম্পদ বাজেয়াপ্ত হওয়ার ভয়ে পাহারায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।”

তিনি আরও বলেন, “দখল, চুরি, ডাকাতি, ধর্ষণ, দ্রব্যমূল্য বৃদ্ধি বা দুর্নীতি দমনে ব্যর্থতার দায় এড়াতেই গণভোট নামক নাটক সাজানো হচ্ছে। যা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে উল্লাস করার নামান্তর।”

এ সময় মোমিন মেহেদী অভিযোগ করেন, “আজ জাতি গড়ার কারিগরদের দাবিকে গুরুত্ব না দিয়ে ন্যাক্কারজনক নিপীড়ন চালানো হচ্ছে, যা সত্যিই লজ্জাজনক। শিক্ষার্থীদের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। স্বজনপ্রীতির মাধ্যমে ভাই, স্ত্রী, বাবা এমনকি গার্লফ্রেন্ড পর্যন্ত ক্ষমতার ভাগিদার বানানো হচ্ছে।”

তিনি বলেন, “এমন পরিস্থিতিতে মানুষ রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না, কারণ আগের মতোই চলছে ফ্যাসিস্ট আচরণ।”

সূত্র : নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রেস বিজ্ঞপ্তি (সফিকুল ইসলাম, উপদেষ্টা, মিডিয়া সেল)



আপনার মূল্যবান মতামত দিন: