 
                                কুমিল্লা, ৩১ অক্টোবর ২০২৫ (শুক্রবার)
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকির মুখে ফেলেছে। তাদের নানা তৎপরতায় জনগণের মাঝে সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে। তিনি বলেন, যদি বিএনপি সংস্কার প্রস্তাব না মানে, তবে সেটা দায়িত্বহীনতার পরিচায়ক হবে এবং নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করবে।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
শুক্রবার চৌদ্দগ্রামে নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. তাহের বলেন, “যদি নির্বাচন না হয়, তাহলে যারা ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে, তারাই সুযোগ নেবে। বিএনপি মনে হয় আবারও সংস্কারবিহীন বাংলাদেশে ফিরে যেতে চায়, কিন্তু জনগণ তা হতে দেবে না।”
তিনি আরও বলেন, “দেশে নতুন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না জনগণ। সরকার নিরপেক্ষতা হারালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হবে।”

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: