odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫

ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করে ভাইরাল, প্রধান আসামি পরিচিত এক্টিভিস্ট!”

odhikarpatra | প্রকাশিত: ৩ November ২০২৫ ২১:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৩ November ২০২৫ ২১:৫৭

ঢাকা, ৩ নভেম্বর ২০২৫

ঘটনার মূল তথ্য:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর ও শিক্ষিকা শেহরীন আমিন ভূইয়া মোনামি নিজের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। মামলায় প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে এক্টিভিস্ট মুজতবা খন্দকারকে। এছাড়া আসামি করা হয়েছে লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন, এবং আশফাক হোসাইন ইভানকে। মামলায় আরও অজ্ঞাত আসামিও রয়েছে।

কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বক্তব্য:
শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
শিক্ষিকা মোনামী বলেন, “ক্রমাগতভাবে আমার ছবি বিকৃত করে অশালীনভাবে পোস্ট করায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আলোচনার পর সিদ্ধান্ত নিয়ে মামলা দায়ের করেছি।”



আপনার মূল্যবান মতামত দিন: