odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫
সাগর–রুনি হত্যার বিচারহীনতায় ক্ষোভ, সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি

রাস্তায় সাংবাদিকরা: বিচার কবে?

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৫ ২২:৪৪

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৫ ২২:৪৪

সাংবাদিক নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে ডিইউজের বিক্ষোভ: “এই আন্দোলন থামবে না”

সাগর–রুনি হত্যাসহ সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় ক্ষোভ

 

ঢাকা, ___ নভেম্বর ২০২৫:
সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্টস (ডিইউজে)। দীর্ঘ এক দশক আগে শুরু হওয়া এ আন্দোলন এখনো অব্যাহত রয়েছে, তবে শেষের কোনো লক্ষণ নেই বলে জানান সংগঠনের নেতারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, হুমকি, মিথ্যা মামলা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বর্বরোচিত সাগর–রুনি হত্যাকাণ্ডের বিচার আজো না পাওয়ায় সাংবাদিক সমাজ হতাশ ও ক্ষুব্ধ।
বক্তারা বলেন,

“ফ্যাসিবাদের পতন হলেও সাংবাদিক নির্যাতন বন্ধ হয়নি। সাগর–রুনিসহ কোনো গণমাধ্যম কর্মীর হত্যার বিচার এখনো হয়নি। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কলম থামবে না।”

তারা আরও বলেন, সাংবাদিক নিরাপত্তা আইন কার্যকর করা ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলন চালানো হবে।
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচির শেষে বিক্ষোভকারীরা বিচার এবং সাংবাদিক নিরাপত্তার দাবিতে স্লোগান দেন।

 


ডিইউজে মানববন্ধন

সাগর রুনি হত্যা বিচার

সাংবাদিক নির্যাতন বাংলাদেশ

গণমাধ্যম স্বাধীনতা

Dhaka Union of Journalists protest

Journalist torture protest Bangladesh

 

সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে ডিইউজের মানববন্ধন। সাগর–রুনি হত্যার বিচার দাবি এবং সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান।



আপনার মূল্যবান মতামত দিন: