প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫
অনলাইন ডেস্ক | অধিকার পত্র
বলিউড তারকা সোনাক্ষী সিনহা, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জটাধারা’ ছবিতে অভিনয় করে আবারও আলোচনায়। তবে পর্দার বাইরে তাঁর জীবনও কম গ্ল্যামারাস নয়। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি রুপি, যার মধ্যে রয়েছে মুম্বাইয়ের ব্যান্ড্রা ও জুহু এলাকায় দৃষ্টিনন্দন বাড়ি, একাধিক বিলাসবহুল গাড়ি, ব্যবসায়িক বিনিয়োগ ও বড় বড় ব্র্যান্ডের সঙ্গে লাভজনক চুক্তি।
সমুদ্রের ধারে স্বপ্নের ঠিকানা
২০২০ সালে সোনাক্ষী ব্যান্ড্রার মর্যাদাপূর্ণ এলাকায় ৮১ অরিয়েট টাওয়ারের ১৬ তলায় সমুদ্র-দৃশ্যমান একটি ফ্ল্যাট কেনেন। প্রায় ১৪ কোটি রুপি মূল্যের এই ৪,৬০০ বর্গফুটের ফ্ল্যাটে রয়েছে যোগা স্টুডিও, ওয়াক-ইন ওয়ারড্রোব, আর্ট কর্নারসহ নানা আধুনিক সুবিধা।
এছাড়াও, একই ভবনে তিনি আরও একটি ফ্ল্যাট কিনেছিলেন ১১ কোটি রুপিতে, যা ২০২৪ সালে বিক্রি করে ২২.৫ কোটি রুপি লাভ করেন—বিনিয়োগে তাঁর দক্ষতারই প্রমাণ এটি।
জুহু থেকে ব্যান্ড্রা: দুই বাড়ির মালিক সোনাক্ষী
ব্যান্ড্রায় নিজের ফ্ল্যাটে ওঠার আগে সোনাক্ষী পরিবারের সঙ্গে থাকতেন তাঁদের পুরনো বাড়ি ‘রামায়ণ’-এ—যা মুম্বাইয়ের জুহু এলাকার এক ঐতিহাসিক আবাস। তাঁর ঘরটি রঙিন, আধুনিক ও শিল্পঘন সাজে ভরপুর, যা তাঁর সৃজনশীল ব্যক্তিত্বের প্রতিফলন।
অভিনয়ে সাফল্য ও নতুন প্রজেক্ট
‘হীরামণ্ডি’-তে ‘ফারিদান’ চরিত্রে সোনাক্ষীর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এই ছবির জন্য তিনি নেন প্রায় ২ কোটি রুপি পারিশ্রমিক। সামনে তাঁর হাতে রয়েছে ‘হীরামণ্ডি সিজন ২’, ‘কাকুদা’ ও ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’—সবক’টিই বড় বাজেটের প্রজেক্ট।
বিনিয়োগ ও ব্যবসা
২০২৪ সালে সোনাক্ষী বিনিয়োগ করেন ভারতের ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম ‘প্লাস গোল্ড’-এ, যেখানে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। এছাড়া নিজের নেইল ব্র্যান্ড ‘SOEZI’ চালু করে উদ্যোক্তা হিসেবেও সাফল্য অর্জন করেছেন।
ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও আয়
সোনাক্ষী বর্তমানে ডাবর, কোলগেট, ASUS, স্ট্রিক্স হেয়ার কালার, ডি’ডামাস জুয়েলারিসহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের মুখপাত্র। সোশ্যাল মিডিয়া সহযোগিতা ও বিজ্ঞাপন থেকে তাঁর বার্ষিক আয় কয়েক কোটি রুপির বেশি বলে জানা গেছে।
বিলাসবহুল গাড়ির সংগ্রহ
- মার্সিডিজ বেঞ্জ S350 – মূল্য ₹১.৪২ কোটি
- মার্সিডিজ GLS 350d – ₹৮৭.৭৬ লাখ
- বিএমডব্লিউ ৬ সিরিজ GT – ₹৭৫.৯০ লাখ
প্রতিটি গাড়িই তাঁর মার্জিত রুচি ও সৌন্দর্যবোধের প্রতিফলন।
ভালোবাসা ও বিবাহ
২০২৪ সালের ২৩ জুন, দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর সোনাক্ষী সিনহা অভিনেতা জাহির ইকবাল-এর সঙ্গে ব্যান্ড্রার বাসভবনে রেজিস্ট্রি বিবাহ করেন। তাঁদের আধুনিক ও শিল্পনির্ভর ফ্ল্যাটটি নিজের হাতে সাজিয়েছেন জাহির, যিনি মূলত নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত।
সোনাক্ষীর অনুপ্রেরণামূলক যাত্রা
শত্রুঘ্ন সিনহার কন্যা হয়েও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পরিশ্রম ও প্রতিভার জোরে। বিলাসিতা, সৃজনশীলতা ও বাস্তববোধের অনন্য সংমিশ্রণ তাঁর জীবনকে করে তুলেছে অনুপ্রেরণামূলক।

আপনার মূল্যবান মতামত দিন: