
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বেলাল হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে কালুনগর মিয়া বাড়ির বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বেলাল বলেন, আগুনে ৮০টি ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জানিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
আপনার মূল্যবান মতামত দিন: